প্রেস বিজ্ঞপ্তি :
গত ০৯ এপ্রিল ২০২১ সিনিঃ এএসপি মোঃ বজলুর রশিদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে কালিগঞ্জ থানাধীন পিরোজপুর বাজারস্থ কালিগঞ্জ টু সাতক্ষীরা মহাসড়ক গামী পাকা রাস্তার পূর্ব পাশে জনৈক জাবের আলীর ফিডের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামি শ্রী বিশ্বজিৎ কুমার দাস (৪৮), পিতা-শ্রী সুধীর কুমার দাস, মাতাঃ শ্রীমতি ঠাকুর দাসী, সাং-কাঠিবার হল (খানপুর), থানা-শ্যামনগর ও জেলা-সাতক্ষীরাকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রিত নগদ-৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মামলা-২৪; তারিখ ০৯/০৪/২০২১ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা।
Leave a Reply