নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে মালিককে কুপিয়ে লুটপাট ও ভাংচুর করেছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার মাধবকাটি বাজারে। মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার একদল দুবৃত্ত মাধবকাটি বাজারে অবস্থিত একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জুয়েলের ইলেক্ট্রনিক্সের দোকানে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা দোকানের ভিতর প্রবেশ করে জুয়েলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে দোকানের ভিতরে থাকা বিভিন্ন মালামাল ভাংচুর করে ক্ষতি সাধন করে ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ আহতকে উদ্ধার ও হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে। এঘটনায় ভুক্তভোগীর ভাই শাহিন হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে
Leave a Reply