মসজিদে হবে ঈদুল ফিতরের নামাজ


ন্যাশনাল ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ মসজিদে পরার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (২৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে না হয়ে নিজ নিজ এলাকার মসজিদে পরার জন্য় মুসলিমদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

একইসঙ্গে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬১ জন ও নারী ৩৭ জন। একই সময় নতুন করে আরো ৩ হাজার ৩০৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
এই পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *