বাংলাদেশকে ১৫ টি ঘোড়া উপহার দিলো ভারত

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনী উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া দিয়েছেন।
রোববার (৪ঠা এপ্রিল ) দুপুর ১টার সময় বাংলাদেশ ভারতের নো-ম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এদিকে উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্ণেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লে: কর্ণেল আরকে সাজেত। যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে ১৫ ঘোড়া দিয়েছে।
বেনাপোল চেকপোস্ট থেকে এসব ঘোড়া গুলো ঢাকার সাভার সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা নিতে এসেছে। এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *