নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের কোভিড-১৯ সংক্রান্ত প্রশিক্ষণ ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য বিধি মেনে ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার সহসভাপতি গ্রাম ডাক্তার শহিদুল ইসলাম দুলুর সভাপতিত্বে এবং ফিংড়ী ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল গফফার, সদর শাখার সাধারন সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক আলামিন হোসেন, ফিংড়ী ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আনিছুর রহমান, সহসভাপতি শেখ আবুল হোসেন, বঙ্কিম চন্দ্র ম-ল, সাধারন সম্পাদক বিধান বিশ্বাস, সহ সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক গাউছুল আযম, কোষাধ্যক্ষ অসীম বিশ্বাস, প্রচার সম্পাদক মোত্তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী এবং নির্বাহী সদস্য শামছুজ্জামান, গোবিন্দ বাছাড়, আবু হেনা, ইমদাদুল ইসলাম, গনেষ সরকার, ইবাদুর রহমান, আনারুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাম ডাক্তারদের করোনা কালীন সময়ে চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এবং তাদের মাঝে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচয়পত্র প্রদান করা হয়।
Leave a Reply