ফর্ম ফেরাতে স্থানীয় কোচের দ্বারস্থ সৌম্য

ক্রীড়া ডেস্ক: ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়েই ভক্তদের মন জয় করেছিলেন সৌম্য সরকার। ২০১৫ সালের বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটে ভর করেই অনেক ম্যাচ জেতে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু সময়ের স্রোতে ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে গেছে সৌম্যর ব্যাট। মাঝে মধ্যে দু-একটি ভালো ইনিংস খেললেও ধারাবাহিক ভাবে সেটি আর হচ্ছে না। সর্বশেষ ৯ ইনিংসে সর্বোচ্চ রান ৫১! এতেই স্পষ্ট কতটা চাপে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তাই নিজেকে ফিরে পেতে স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলের দ্বারস্থ হয়েছেন তিনি।
গত দু’দিন স্থানীয় কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সৌম্য। মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘কালকে (সোমবার) আমি এখান থেকে যাচ্ছিলাম, তখনই সৌম্যের সাথে দেখা। সে বললো, ‘স্যার আমার সাথে একটু কাজ করেন।’ সৌম্যদের ব্যাচটার অনূর্ধ্ব-১৭ থেকে আমি কোচ ছিলাম। দিনশেষে ওরা মনে করে যে, পুরনো স্যারদের কাছে ফিরে যাই। ওই আস্থা থেকে হয়তো বলছে, ‘স্যার একটু দেখেন’।’’
ফর্মহীনতার কারণে সৌম্য কিছুটা আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন বলে মনে করেন স্থানীয় এই কোচ, ‘গতকাল (সোমাবার) কিছুক্ষণ ছিলাম, আজকে আসলাম। সৌম্য অনেকদিন রান করতে পারছে না, কিছুটাতো ডিমোরালাইজ। যেহেতু আমাদের দিয়ে হাতেখড়ি, কিছু দায়-দায়িত্ব আমাদের থাকেই। আমরা যদি কিছুটা হলেও তাদের ফর্মে ফিরিয়ে আনতে পারি, সেটা আমাদের কাছেও ভালো লাগবে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *