পাঞ্জাবের বিপক্ষেও অনুপস্থিত সাকিব


ক্রীড়া ডেস্ক: ভারতীয় প্রিমিয়ার লিগের ১৪তম আসরে কলকাতার হয়ে প্রথম তিন ম্যাচে ব্যাটে বলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশী এই তারকা চতুর্থ ও পঞ্চম ম্যাচের পর এবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ষষ্ঠ ম্যাচেও দলে জায়গা পাননি। সাকিব ছাড়া মাঠে নেমেও অবশ্য সাফল্য দেখেনি কলকাতা।
আগের ম্যাচে হারের পরেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগ্যান। সাকিবের পরিবর্তে সুনীল নারিনকে আবারও সুযোগ দিচ্ছে শাহরুখ খানের দল। টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। তবে পাঞ্জাব দলে এদেছে একটি পরিবর্তন। অধিনায়ক এবং উইকেটরক্ষক লোকেশ রাহুল ফ্যাবিয়ান অ্যালেনের বদলে ক্রিস জর্ডানকে দলে নিয়েছেন।
বর্তমান পয়েন্ট টেবিলের সর্বশেষ দল কলকাতা নাইট রাইডার্স। আর তলানির দলের বিপক্ষে শক্তিশালী পাঞ্জাবের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। তবে আহমেদাবাদের পিচে কলকাতার বোলাররা কতটা সাফল্য পায় সেটিই দেখার বিষয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *