দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন’র পিতা ফটোগ্রাফার মিজানুর রহমান মিনু (৫৭) গুরুতর অসুস্থ্য। গত কয়েকদিন ব্রেইন স্ট্রোক জনিত প্যারালাইসিস ও কিডনী জনিত সমস্যার কারনে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও প্রায় দুই যুগ ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। রবিবার বেলা ১১টায় তাকে দেখতে হাসপাতালে যান দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফসহ থানায় নিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। সকলেই তার সুস্থ্যতা কামনা এবং পরিবারের সদস্যদের কাছে শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
Leave a Reply