দেবহাটা নোড়া-চারকুনি ভূমিহীন জনপদে ইফতার সামগ্রী বিতরণ

  • দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার ভূমিহীন অধ্যুষিত জনপদ নোড়া-চারকুনিয়া বাজারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নোড়ারচক, চারকুনি, ঢেপুখালী, কালাবাড়িয়া সহ আশপাশের গ্রামে বসবাসরত দরিদ্র ভূমিহীনদের মাঝে এসকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে সাধারন মানুষের কথা চিন্তা করে পবিত্র রমজান ও বাংলা নববর্ষের শুরুতে এ সকল ইফতার সামগ্রী বিতরন করেন স্থানীয় আহছানিয়া মিশনের সভাপতি যুবলীগ নেতা ইসমাইল গাজী। ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূমিহীন সংগঠনের সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, ইউপি সদস্য শেখ মোকাররম হোসেন, সাবেক ইউপি সদস্য নওয়াব আলী, স্থানীয় সমাজ সেবক ইয়াছিন গাজী, আলতাফ মোল্যা, সাইফুল শেখ, আহম্মদ মোল্যা, শহীদুল গাজী, দাউদ মোল্যা, ওয়াহেদ মোল্যা, ইব্রাহিম গাজী ও রায়হান মোল্যা, জাহিদ শিকারী, রিপন মোল্যা, ফরুক গাজী প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক ভুমিহীন পরিবারের মাঝে চিড়া, চিনি, ছোলা, মিছরি, মুড়ি, ওরস্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *