দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি এলাকার মতো দেবহাটায় উপজেলায় বসবাস করে তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়। যে হিজড়াদের নেতৃত্ব দেয় রতœা নামের এক হিজড়া। করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে যেয়ে নব শিশু জন্ম গ্রহন সহ বিভিন্ন বিষয়ে হিজড়াদের খুশি কারার নামে টাকা-পয়সা তোলার বিষয়টি এলাকা বাসীদের পক্ষে রতœা হিজড়ার কাছে অভিযোগ আকারে জানালে রতœা হিজড়া মাইকিং করে অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য সতর্ক করে দেয় উপজেলার সাধারণ মানুষদের। এর প্রভাব পড়তে থাকে প¦াশ্ববর্তী উপজেলা গুলোতে। যে কারনে রেগে যেয়ে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার হিজড়া সম্প্রদায় রতœা হিজড়ার বাড়িতে অনাধিকার প্রবেশসহ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রতœা হিজড়ার। ঘটনাটিতে রতœা হিজড়া সহ দুইজন আহত হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৫টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের রতœা হিজড়ার নিজস্ব বাড়িতে। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রামনাথপুর গ্রামের মৃত নাদু মিয়ার সন্তান রতœা হিজড়া। অভিযোগ সূত্রে প্রকাশ, শুক্রবার বিকাল ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা ঘোড়াপোতা এলাকার মৃত ধুনু মিয়ার সন্তান খুশি হিজড়াসহ ঝন্না, সোনালী, সুমি, একই উপজেলার ফুলতলা এলাকার ঝুমকা, শ্যামনগর উপজেলার কবিতা, আখিঁ, কারিনা, দোলা, মারিয়া, মুক্তা, শান্তা, বাসন্তি, ঝর্না সহ অজ্ঞাত ৪/৫ জন রতœা হিজড়ার বাড়িতে এসে অনাধিকার প্রবেশ করে তাদের উপরে হামলা চালায়। হামলার সময় রতœা হিজড়া সহ ডলি হিজড়া ও মুন্নি হিজড়াকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। যাওয়ার সময় রতœা হিজড়া সহ তার সঙ্গিদের জীবন নাশের হুমকি দিতে দিতে অভিযুক্ত হিজড়ারা চলে যায়। এদিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সখিপুর হাসপাতালে নিয়ে যায়। পরে রতœা হিজড়া বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply