রুবেল হোসেন: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রাম নদী বিল, খাল বেষ্টিত প্রত্যন্ত গ্রামাঞ্চল। গ্রামের মানুষ দিনদিন লেখাপড়াসহ বিভিন্ন বিষয়ে এগিয়ে চলেছেন, কিন্তু সুপেয় পানির সমস্যা তাদেরকে কুরে কুরে খাচ্ছে।
তুয়ারডাঙ্গাসহ আশপাশের এলাকায় সুপেয় পানির অভাব দীর্ঘদিনের। অনেক এলাকায় নিরাপদ পানির কোন সুব্যবস্থা নেই। এলাকার মানুষ পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাশের গ্রাম বা বাজার থেকে পানি ক্রয় করে প্রয়োজন মিটিয়ে থাকেন। যা অনেক ব্যয় বহুল ও কষ্টসাধ্য। এছাড়া গরমের সময় সকল পুকুর-ডোবা শুকিয়ে যাওয়ায় বেচে থাকা স্বল্প পানি দূষিত হয়ে পড়ে। তখন নিরাপদ পানির জন্য পোহাতে হয় নানা সমস্যা। গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করায় নিরাপদ ও দূষণমুক্ত পানির অভাব পুরন করতে সক্ষম হয়না। ফলে প্রতিবছর অনেকেই নানারকম চর্মরোগ, ডায়রিয়া, আমাশয় আক্রান্ত হয়ে থাকে।
এলাকার জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ পানির ব্যবস্থা খুবই প্রয়োজন। নিরাপদ পানি সরবরাহের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করে দুস্থ ও গরীব জনসাধারণের পাশাপাশি সকল মানুষের আবশ্যিক অধিকার নিরাপদ পানি পান করার ব্যবস্থার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
Leave a Reply