বিনোদন ডেস্ক: আবির পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসে আছে। আর যেন ঘরে মন টেকে না। কিন্তু তার স্ত্রী কুয়াশা কোনোভাবেই ডাক্তারের কথা মতো তিন মাস রেস্ট ছাড়া তাকে ছাড়বে না।
শেষ কয়টা দিন স্বামীকে ঘরে আটকানোর জন্য কুয়াশা আরও কঠিন হয়। আর তারা কীভাবে চলবে, সেটার একটা লিস্ট করে। কুয়াশা বুদ্ধি বের করে তাকে আটকানোর। চেষ্টা করে, একটা গেম খেলে আবিরকে ব্যস্ত রাখার।
গেমটা এমন- একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যা তাদের জানা নেই। সেই অজানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিলতা বের হয়ে আসে। আবির-কুয়াশার জীবনের মোড় নেয় এখান থেকেই। এটি একটি নাটকের গল্প। নাম- ‘টোনাটুনির ভালোবাসা’।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও তানজিন তিশা।
নির্মাতা সাগর জাহান জানান, ভালোবাসার সংসারের গল্প নিয়ে নাটকটি তৈরি। মূলত বৈশাখকে কেন্দ্র করেই এটি নির্মিত। আজ ‘টোনাটুনির ভালোবাসা’ প্রচার হবে আরটিভিতে রাত ১০টায়।
Leave a Reply