টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এখন থেকে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুমোদিত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে পারবেন সালমা খাতুনের দল।
বৃহস্পতিবার (১ এপ্রিল) আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসির এক বৈঠকে পূর্ণ সদস্য দেশ বাংলাদেশের নারী দলকে ‘টেস্ট স্ট্যাটাস’ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে ২০০০ সালে। প্রায় দুই দশক পরে ক্রিকেটের সর্বোচ্চ ফরম্যাটে নাম লেখালো নারী দলও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট সেকশনের প্রধান শফিউল হক চৌধুরী নাদেল জানান, ‘এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে আমরা তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করব।’
এখন পর্যন্ত টেস্ট খেলে বিশ্বের দশটি নারী ক্রিকেট দল। দলগুলো হলো-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড। এর মধ্যে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডসই কেবল আইসিসির সহযোগী সদস্য হয়েও টেস্ট মর্যাদা পেয়েছে।
Leave a Reply