প্রেস বিজ্ঞপ্তি: টেকসই ও স্থায়িত্বশীল বাঁধ নির্মাণ না হওয়ায় উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অসহায় মানুষ প্রতিবছর প্রাকৃতি দূর্যোগে সহায়-সম্বল হারিয়ে বাস্তুচ্যুত হয়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব-রিক্ত অবস্থায় দেশের বিভিন্ন জায়গায় ছিন্নমূল অবস্থায় জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলোর শিশুরা শিক্ষার সুযোগ না পেয়ে ভবিষ্যতে অন্ধকার দেখছে। প্রতিবছর উপকূলীয় এসব প্রান্তিক মানুষ কোনো না কোনো দূর্যোগের কবলে পড়ে নদীর উপচে পড়া পানিতে বসতভিটা হারাচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা চিংড়ি ঘের করার জন্য গোপনে ক্ষতি করছে উপকূলীয় অঞ্চলের নদীর বাঁধ। আর সেই বাঁধ ভেঙে জোয়ারের পানিতে ডুবে মরছে দরিদ্র মানুষ। এতসব কিছুর পরও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সময়মত কার্যকর, টেকসই বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। ঘূর্ণিঝড় আম্পানে প্রতাপনগরের কুড়িকাহুনিয়াসহ পাশর্^বর্তী এলাকা উপকূলীয় বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার মানুষ বিগত ১১ মাস মারাত্মক অসহায় অবস্থায় জীবনযাপন করছে। অনেকের বসবাস করার মতো ঠাই নেই। তারপরও এতো দিনেও সেখানকার বাঁধ নির্মাণ সম্পন্ন হচ্ছে না। টেকসই ও স্থায়িত্বশীল বাঁধ নির্মাণ করতে না পারলে উপকূলীয় মানুষ নিয়মিত বাস্তুচ্যুত হবে। ‘বিশ^ পানি দিবস’-২০২১ উদযাপন উপলক্ষ্যে ‘পানি পণ্য নয়-অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামন রেখে ১০ মার্চ, ২০২ শনিবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ মিলনায়নে স্বদেশ-সাতক্ষীরা ও এএলআরডি, ঢাকা আয়োজিত ‘বিশ^ পানি দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অতিথিবৃন্দ ও ক্ষতিগ্রস্ত নাগরিকরা এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে পানির উৎসগুলোর অতি ব্যবহার ঘটছে। একই সাথে ভূগর্ভস্থ পানির উপরও চাপ বাড়ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তণের ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। অপরিকল্পিতভাবে নদীর উপর বাঁধ, স্লুইস গেট, কালভার্ট, সেতু, সড়ক ও অবকাঠামো নির্মাণে খাল-বিল-নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্যতা নষ্ট হচ্ছে। প্রতানগরসহ সকল উপকূলীয় বাঁধ কার্যকর ও টেকসই ভাবে নির্মাণ করতে হবে। বাঁধ নির্মাণ ও ব্যবস্থাপনার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীসহ সকল অংশীজনকে সম্পৃক্ত করতে হবে। বাঁধ ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তন করতে হবে।
শনিবার সকাল ১০টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ মিলনায়নে স্বদেশ-সাতক্ষীরা ও এএলআরডি, ঢাকা আয়োজিত ‘বিশ^ পানি দিবস’র আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন স্বদেশ-সাতক্ষীরা প্রোগ্রাম ম্যানেজার ফারুক রহমান এবং সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম, সমাজকর্মী বিকাশ কুমার সরকার, মিনতি রানী রায়, আসাদুল ইসলাম, অনিমা রানী রায়, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান রোকন প্রমুখ। এছাড়া ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সুকুমার দাস, মিলন বিশ^াস, মাওলানা শহিদুল্লাহ, মাসুম বিল্লাহ প্রমুখ।
Leave a Reply