আন্তর্জাতিক ডেস্ক: দুনিয়াজুড়ে টানা সাত সপ্তাহ ধরে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। সোমবার জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেবিয়াসিস।
গত চার সপ্তাহ ধরে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে বলে জানান তিনি।
এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে টানা ছয় সপ্তাহ ধরে সংক্রমণ কমেছিল বলে জানান ডব্লিউএইচও-এর এই মহাপরিচালক। তবে এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে শনাক্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে।
টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসিস বলেন, সন্দেহপ্রবণ হওয়া, আত্মতুষ্টি এবং বিধিনিষেধ মানার ক্ষেত্রে অসঙ্গতির ফলে সংক্রমণের হার আরও বেড়ে যেতে পারে। এটি আরও মানুষের জীবন কেড়ে নেবে।
তিনি বলেন, সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিন একটি বড় হাতিয়ার হতে পারে। তবে এটিই একমাত্র উপায় নয়।
সংক্রমণ মোকাবিলায় করোনা পরীক্ষা, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৭৬ হাজার ২৯৮ জনের।
Leave a Reply