নিজস্ব প্রতিনিধি: জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচছা বিনিময় করেছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে করোনাকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। করোনা কালে জনগনকে সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন করায় সংবাদ কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফিজুল ইসলাম আককাজ, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ আলী, ,সদস্য রাহাত রাজা, সৈয়দ সাদিকুর রহমান, মো.শহিদুজ্জামান শিমুল, সেলিম হোসেন, আজিজুল ইসলাম ইমরান প্রমুখ ।
Leave a Reply