খাজরায় খাল ও রাস্তা দখল করে দোকান নির্মাণ


রুবেল হোসেন: আশাশুনির খাজরা ইউনিয়নের চেউটিয়া খাল ও রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে এলাকাবাসীর পক্ষে প্রতিকার প্রার্থনা করে ডাঃ কৃষ্ণপদ রায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের ইউসুফ খাঁর পুত্র জহুরুল খাঁ কাপসন্ডা মৌজার জেএল ১৪৯নং এর ২০২০নং খতিয়ানে পারিশামারী সার্বজনীন কালিমন্দিরের সামনে চলাচলের রাস্তা ও চেউটিয়া নদী দখল করে দোকান ঘর নির্মাণের পায়তারা করছেন। এব্যাপারে ডাঃ কৃষ্ণপদ রায় দরখাস্তে উল্লেখ করেছেন এলাকার সর্বসাধারণের চলাচলের বিঘ্ন সৃষ্টি ও হিন্দু সম্প্রদায়ের কালি মন্দিরের সৌন্দর্য ও ভাবমুর্ত্তি নষ্ট করার জন্য প্রতি হিংসা পরায়ন করে গায়ের জোরে দোকান ঘর নির্মাণ করছেন। এব্যাপারে এলাকাবাসী শান্তি শৃংখলা রক্ষার জন্য দোকান নির্মাণ বন্ধের জন্য সহকারী কমিশনার (ভূমি)র আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *