কালিগঞ্জ (শহর) প্রতিনিধি ঃ
বাংলাদেশ পুলিশ কালিগঞ্জ থানার আয়োজনে সাংবাদিকদের সাথে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় থানায় অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর সভাপতিত্বে কালিগঞ্জ থানার সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচচু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন জান্টু, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার, সেলিম শাহারিয়ার, আমিনুর রহমান, থানার উপ-পরিদর্শক জিয়ারাত হোসেন, আব্দুস সেলিম, সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জিএম, ছামসুর রহমান, শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ রবিউল ইসলাম, ফরিদুল কবীর, শেখ আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মহিউবুল্লাহ, গৌরপদ দাশ বাচন, শাহাদৎ হোসেন, হাবিবুল্যাহ বাহার, জাহাঙ্গীর হোসেন, রাশিদা আক্তার, মহাসীন আলী প্রমুখ। সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন কে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে উত্তরীয় পরিয়ে উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সাংবাদিকদের বক্তব্যের প্রেরিক্ষেতে রাস্তার পাশে অবৈধ ভাবে বালি, কাঠ রাখায় জনসাধারনের চলাচলে দূর্ভোগ ও দূর্ঘটনা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহন গ্রহন সহ করোনা কালিন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য বলা হয়।
Leave a Reply