কালিগঞ্জ (শহর) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় পেরীফেরীভুক্ত সম্পত্তি দখল করে ঘর নির্মান করায় ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। রবিবার(৪ এপ্রিল)বেলা ১২টায় উপজেলার বাঁশতলা বাজারে অবৈধভাবে ঘর নির্মানের অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। সরকারী ও স্থানীয় কর্তৃপক্ষ ভূমি এবং ইমারত (দখল ও পুনরুদ্ধা) আদেশ, ১৯৭০( জবর দখল উচ্ছেদ সংক্রান্ত আইন)এর ৭ ধারা মোতাবেক দুইজনকে জরিমানা করেন তিনি। এসময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের মৃত বদরুদ্দীন সরদারের পুত্র বাঁশতলা বাজার বনিক সমিতির সেক্রেটারী আব্দুল জলিল সরদার (৪৮) ও একই ইউনিয়নের মুকুন্দমধুসূদন পুর গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল গফুর এর পুত্র ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম টগরকে উলে¬খিত আইনে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেন। অভিযুক্তরা পরবর্তীতে ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করে সাজা হতে মুক্ত হন। তবে অবৈধভাবে নির্মাণাধীন ঘর এক সপ্তাহের মধ্যে ভেঙ্গে নেওয়ার অঙ্গিকারবদ্ধ হন তারা।
Leave a Reply