কলারোয়ায় মাছ ভর্তি ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত


নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় তাপস কুমার সরকার (২৮) নামে এক মোটরসাইকেল চালক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। সে যশোর জেলার মনিরামপুর গ্রামের সুভাষ কুমার সরকারের ছেলে। জানা গেছে-তিনি যশোর-সাতক্ষীরা মহা সড়কের কলারোয়া থানার সামনে দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এসময় কলারোয়া বাজারের গলির পথ দিয়ে দ্রুত গতিতে মাছ ভর্তি একটি ভ্যান বড় বড় ড্রাম নিয়ে মেইন রোড়ে এসে ওই মোটরসাইকেল চালকে সজোরে ধাক্কা দেয়। এতে করে ওই মোটরসাইকেল চালক ছিটকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেল চালক তাপস কুমার সরকারকে উদ্ধার করে কলারোয়া হাসাপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তার ডান হাত ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন । এদিকে থানা পুলিশ খবর পেয়ে ওই ভ্যানসহ চালককে আটক করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *