কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বিশুদ্ধ পানির দাবীতে এক ব্যক্তির বাড়ী ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। গতকাল (১৩এপ্রিল) বিকালে উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের ৪নং ওয়ার্ডে ওই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীর পক্ষে আবুল হোসেনের অভিযোগ একটি এনজিও সংস্থা শ্রীপতিপুর গ্রামের ৪নং ওয়ার্ডে আঃ রশিদ এর বাড়ীতে গভীর নলকূপ স্থাপন করেন। কল বসানোর সময় বলা হয়-এলাকাবাসী এই নলকূপের পানি পান করবেন। সে অনুযায়ী এলাকাবাসী ওই কল থেকে নিয়মিত ভাবে পানি নিয়ে আসছেন। এর মধ্যে ওই বাড়ীর মালিক আঃ রশিদ তার বাড়ীতে প্রাচীর ও গেইট নির্মাণ করেন। এজন্য সব সময় পানি নিতে আসা গস্খামবাসীদের হয়রাণীর শিকার হতে হচ্ছে। এঘটনা নিয়ে (১৩এপ্রিল) বিকালে এলাকাবাসী ওই বাড়ীর সামনে জড়ো হয়ে বিশুদ্ধ পানির দাবীতে ঘেরাও করে রাখে। পানি নিতে আসা মাজেদ আলী গাইন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, বৃষ্টি, রিজিয়া খাতুন, রওশনারা খাতুন, ফিরোজা খাতুন, মৌসুমি খাতুন, নাজমা, আইমন বিবি, শাহিদা, শাহানারা, হামিদা, রুপালী, ফতেমা, বিউটি, ময়না খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন-এই সময়ে পানি বন্ধ করে রাখা ঠিক হয়নি। তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সু-দৃষ্টি কামনা করেন। একই সাথে এলাকাবাসী এই এনজিও সংস্থার দেওয়া কলের পানি বন্ধ করে রাখার ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থান নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply