নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বাজারে পোকা লাগানো তরমুজ বিক্রির হিড়িক পড়েছে। রমজান মাস উপলক্ষে কলারোয়া বাজারের ব্যবসায়ীরা ১৫/২০ টাকা কেজির তরমুজ ৪০/৫০ টাকা কেজিতে বিক্রয় করছে। একই সাথে গরুর খাদ্য হিসাবে পোকা লাগানো তরমুজ ৫/৭ টাকায় ক্রয় করে তা কলারোয়া বাজারে ৩০ টাকা কেজিতে বিক্রয় করছে। কলারোয়া উপজেলা পরিষদ এর পিছনে বাড়ী এক তরমুজ ক্রেতা বলেন, রমজান মাস উপলক্ষে ইফতারী করার জন্য ৩০ টাকা কেজিতে ৩ কেজি ওজনের একটি তরমুজ ক্রয় করেন। ওই তরমুজটি বাড়ীতে নিয়ে ছোট ছোট পিছ করে কেটে রাখার প্রায় আধা ঘন্টা পরে তিনি দেখতে পান সাদা সাদা ছোট ছোট পোকা রয়েছে তরমুজে। তিনি আর ওই তরমুজ খেতে পারেন নি। অনেকে এই তরমুজ বাড়ীতে নিয়ে কাটার সাথে সাথে খেয়ে ফেলছেন। রমজান মাসে ব্যবসায়ীরা নিজের ইচ্ছেমত দাম বাড়াচ্ছে। স্থানীয় জনগণ পোকা লাগা তরমুজ ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্য ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ জানিয়েছেন। খুলনার দাকোপ উপজেলার সাহেবের আবাদ এলাকার কৃষক সুশান্ত জোয়াদ্দার ও হাবিবুল্লাহ গাজী জানান, তারা দুইজনে মিলে ১৬ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। এতে তাদের প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। তারা ৫ বিঘার একটি ক্ষেত বিক্রি করেছেন সাড়ে ৫ লাখ টাকায়। বাকি ক্ষেতগুলোও ওই রকম দাম বলছেন ব্যাপারীরা। তবে সেচের পানির অভাব ও পোকার আক্রমন বেশি থাকায় এবছর ফলন অনেক কম হয়েছে। কিন্তু ভালো দাম পেয়ে তারা খুব খুশি বলে জানান। তাদের মত একই এলাকার ইন্দ্রজিত রায়, অরুপ কয়াল, পানখালীর ফাল্গুনি হালদার, সুদিপ্ত ঘোষসহ বিভিন্ন এলাকার একাধিক কৃষক তাদের খুশির কথা জানান। তারা আরো বলেন, পোকা লাগা ছোট ছোট তরমুজ আগে তারা গরুর খাদ্য হিসাবে ফেলে দিতো। বর্তমানে ব্যবসায়ীরা সেই তরমুজ ৫/৭ টাকা কেজিতে ক্রয় করছে।
Leave a Reply