আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে করোনা মোকাবেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলায় ৭হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পৃথক পৃথক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলার জন্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এ মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের খেয়াঘাট এলাকার একটি হোটেলে মাস্ক না পরার অপরাধে হোটেল মালিককে ১০০০ টাকা ও দু’জন খরিদ্দারকে ৪০০ টাকা জরিমানা করা হয়। এসময় বাজারে মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে প্রচার ও সচেতনামূলক সতর্কবার্তা প্রচার করা হয়।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা আশাশুনি বাজার ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে সিরাজুল, সুরঞ্জিত ও মানবেন্দ্রকে ৫০০ টাকা, বাবুল, রনজিৎ ও আমিরুলকে ৫০০ টাকা, আমিনুল, মহসিন ও মোজাম্মেলকে ১০০০ টাকা, মোতাহার ও রবিউলকে ২০০ টাকা, গোয়ালডাঙ্গা গ্রামের রবিউলকে ১০০০ টাকা, শরিফুলকে ১০০০ টাকা, শাহরিয়ার নাফিস ও শাহাবুদ্দিনকে ৫০০ টাকা এবং নাসির ও তামিমকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply