আশাশুনি প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে বাজার মনিটরিং, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রামমান আদালত পরিচালনা করেন। ভ্রামমান আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাক্স ব্যবহার না করায় উপজেলার শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭টি মামলায় সর্বমোট ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এসময় জনস্বার্থে মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে অনুরোধ জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply