আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ও সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় সর্বমোট ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গোয়ালডাঙ্গা বাজারের মৃত হযরত আলী ফকিরের ছেলে ডিপো মালিক মুর্শিদ ফকিরকে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৪ হাজার টাকা জরিমান করেন। এছাড়াও সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাক্স ব্যবহার না করায় হেমায়েত মোল্যাকে ৩০০ টাকা, খরিয়াটি গ্রামের দিপু মন্ডল ও রতন মন্ডলকে ৩০০ টাকা এবং তুয়ারডাঙ্গা গ্রামের ইলিয়াস হোসেনকে ৩০০ জরিমানা করেন। এসময় সরকারের নির্দেশনা অমান্য করলে ও স্বাস্থ্য বিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান তিনি।
Leave a Reply