মশাল ডেস্ক: আশাশুনি উপজেলার আনুলিয়ায় মৎস্য ঘেরের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় গৃহবধুসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে কানাখালী বিলে এ ঘটনা ঘটে।
উপজেলার নয়াখালী গ্রামের মৃত তফিল উদ্দীন পাড় কানাখালী বিলে পৈত্রিক ও খরিদা সূত্রে ৫ বিঘা জমিতে মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। একই গ্রামেরআঃ সামাদ পাড়, রবিউল ইসলাম বাবু, শহিদুল ইসলাম ওরফে আলেক পাড়, আরব বিল্লাহ, নাজমুল, শাহাদাৎ, হামিদ, নুরুল পাড়, আনুলিয়া গ্রামের ফারুক গাজী তার মৎস্যঘেরটি জবর দখলের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে থানায় ১৯/৩/২১ তাং জিডি নং ৮০৬ রুজু করেন মালেক পাড়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ এপ্রিল বিকালে অস্ত্রশস্ত্র ও লাঠিশোটা নিয়ে ঘের জবর করতে যায়। বাধা দিলে মালেক পাড়কে মারপিট করা হয়। খবর পেয়ে তার পুত্র মিজানুর ও পুত্রবধু নাছরিন (স্বামী নুরুজ্জামান) এগিয়ে গেলে তাদেরকেও বেদম মারপিট করে গুরুতর জখম করা হয়। নাছরিনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই, বেআব্রু ও শ্লীলতাহানি করা হয়। ঘেরের বাসা ও ঘুনি পাটা ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। গুরতর আহত মিজানুর ও পুত্রবধু নাছরিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply