আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন এর পরিচালনায় এবিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস এবং এমওডিসি ডাঃ মিঠুন বিশ্বাস।
আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

Leave a Reply