আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং কক্ষে এপ্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম ও এসএপিপিও আব্দুল গনি। উপ সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, এস এম আঃ ওয়াহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ প্রমুখ প্রশিক্ষণে অংশ নেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে হিন্দু সম্প্রদায়ের দোল পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রতাপনগর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে রাত ব্যাপী সাউন্ড সিস্টেম ছাড়া ছোট পরিসরে পঞ্চমী দোল পূজা উৎসব অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত কুমার সোমের সভাপতিত্বে ও কমিটির সদস্য অমিও কুমার সোমের পরিচালনায় প্রায় দুইশত বছরের পুরাতন এ পূজায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভা ইঞ্জিনিয়ার প্রতাপনগরের সন্তান অসিম কুমার সোম, প্রতাপনগরের সন্তান তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, চিত্ত রঞ্জন সোম, সমির সোম, মাষ্টার ইন্দ্রজিৎ সোম, প্রসেনজিৎ সোম, অনিন্দ্য সোম, দেবদাস সোম, গৌরপদ সোম প্রমুখ।
Leave a Reply