আশাশুনি প্রতিনিধি: বিশ্বজুড়ে মরণঘাতী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে বাজার মনিটরিং, মাক্স পরিধান কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাক্স না ব্যবহার করার অপরাধে ২টি মামলায় ৯ জনকে সর্বমোট ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন বলেন, অতি জরুরি ঔষধ, নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রয় ও চিকিৎসা সেবা ছাড়া কোনাে ভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে মুখে মাক্স ব্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে চলা ও লক ডাউনের সময় সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে সচেতন করেন এবং মাক্স পরিধানের কার্যক্রম করেন। তিনি আরো জানান এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অফিস সহকারী উপস্থিত ছিলেন।
Leave a Reply