আনুলিয়ায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: করোনা প্রতিরোধে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া মৎস্য আড়তে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১২এপ্রিল) মাস্ক বিতরণ ও সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মৎস্য আড়ৎ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন গাজী, সহ-সভাপতি কবির হোসেন ও রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সানা, ক্যাশিয়ার মিজান গাজীর উপস্থিতিতে সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি ও কাছাকাছি অবস্থান গ্রহন না করার জন্য সনেচতন করা হয়। সাথে সাথে কেউ সরকারি বিধি নিষেধ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়। সেটে আগতদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক প্রদান ও মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। প্রত্যেক কাটায় সাবান পানি, হ্যান্ড স্যানিটাজার ও স্যাভলন রেখে সকলকে ব্যবহারে বাধ্য করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *