সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান


নিজস্ব প্রতিনিধি: করোনাকালীন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ সম্মানী ভাতার চেক তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্মা, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সাতক্ষীরা জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কোভিড-১৯ করোনাকালীন ৩১৪ জন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী, সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *