কলারোয়াঃ স্বর্ণালী মুকুল শেষে প্রতিটি গাছে গাছে এখন আমের গুটি দৃশ্যমান, প্রকৃতি অনুকুল হওয়ায় এবার আমের ফলন ভালো হবে বলে জানিয়েছেন স্হানীয় আম চাষিরা, এবছর মৌসুমী প্রথম থেকে আবহাওয়া ভালো,নেই তাপপ্রবাহ শিলা বৃষ্টি, কলারোয়া কৃষি অফিসার সুএে জানা গেছে,এবছর মোট৫২০ হেঃ জমিতে আমের মোট উৎপাদন মাএা ধরা হয়েছে১১০০০ হাজার মেঃ টন,এবছরআম গাছে যে মুকুলএসেছে তার এক শতাংশ গুটি থাকলে বাম্পার ফলন হবে, কলারোয়া উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আমের গুটি, শাখাপ্রশাখায় দোল খাচ্ছে আমের গুটি, গুটি বাধা সেই সবুজ স্বপ্ন দেখছেনচাষিরা, মৌসুমি বিশেষ সময়ে গাছের প্রতি যত্ন আরো বেশি দেখা মিলছে, ইলিশ পুরের আম চাষি জাকির হোসেন জানান,এবছর আমের মুকুল ভালো,তাই গুটির কোন সমস্য দেখা যায়নি,বেশি বেশি বিষ প্রয়োগ করা্হয়েছে,আবহাওয়া ভালো থাকায় এবার আমের ভালোফলন আশা করছি, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানানআবহাওযা ভালো থাকায় ফলন ভালো হবে বলে আশা করছি, এখন গুটির জন্যসাদা পানি স্প্রে করতে হবে প্রতিটি ছোট ডালে একটা দুইটা করে গুটি থাকলে আমের বাম্পার ফলন হবে,এছাড়া সহকারী কৃষিঅফিসার মনিরুল ইসলাম বলেন, বারি জাতের আম চাষে পোঁকা মাকড় রোধে ব্যাগিন পদ্ধতি ব্যবহার করলে চাষিরা অধিক লাভবান হবে,
Leave a Reply