শ্যমনগর ব্যুরো : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর পুষ্টি ইউনিটের উদ্যোগে বিভিন্ন শাকসবজি, ফলের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ের উপর ৪ দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্প গতকাল শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা কৃষি ভবনের সভাকক্ষে এ প্রশিক্ষন ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মহসীন-উল-মুলক-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ৪ দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন করেন। প্রশিক্ষক ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের সদস্য পরিচালক ও পুষ্টি বিজ্ঞানী ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষক, কৃষি দপ্তরের ২ জন প্রতিনিধি, মৎস্য অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও প্রাণী সম্পদ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের মোট ৩০ জন প্রতিনিধি প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply