নিজস্ব প্রতিনিধি : বিশ্ব পানি দিবস উপলক্ষে ভোক্তা পর্যায়ে পানযোগ্য বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা দিতে বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২২ মার্চ) সোমবার সাড়ে ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ্বাস ড্রিংকিং ওয়াটার ও ফাতেমা রিফ্রেশ ড্রিংকিং ওয়াটারে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সেসের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা বাজারের বিশ্বাস ড্রিংকিং ওয়াটার ও কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের ফাতেমা রিফ্রেশ ড্রিংকিং ওয়াটার প্লান পরিদর্শন করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহ:পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা)। পরিদর্শনকালে বিএসটিআই অনুমোদিত ও ল্যাবরেটরি না থাকলে বিশ্বাস ড্রিংকিং ওয়াটার প্লানে ৫ হাজার ও ফাতেমা রিফ্রেশ ড্রিংকিং ওয়াটার প্লানে ৫ হাজার টাকা মিলে মোট অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। উক্ত প্রতিষ্ঠান সকল প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৪৩ ধারাসহ আন্যান্য ধারা লংঘন অপরাধে জরিমানা এ করা হয়েছে। এ সময়ে ৫০ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনসহ অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন। জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply