দেবহাটায় ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা
দেবহাটা সংবাদদাতা : দেবহাটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।এবার প্রথম বারের মত উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পালিত হবে দিবসটি। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক এবং প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার এসআই আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা অফিসার শাহাজান আলী,দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন,সমবায় কর্মকর্তা আকরাম হেসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান আছাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য ইয়ামিন মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিস্তারিত আলোচনাসহ কয়েকটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। দিনটিতে উপজেলার ৫ ইউনিয়নে বঙ্গবন্ধুর জিবনী নিয়ে থাকবে চলচিত্র প্রদর্শনী। বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতার সাথে থাকবে শিশুদের কবিতা আবৃতি,দেশত্ববোধক সংগীতের প্রতিযোগিতা। এছাড়া বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
Leave a Reply