শ্যামনগর ব্যুরো : সুন্দরবন আদিবাসী সংস্থা (সামস্) এর আয়োজনে আদিবাসী ও দলিত নারীদের মানবাধিকার উন্নয়ন প্রকল্পের আওতায় আদিবাসী ও দলিত নারীদের আইন সহায়তা সহযোগীদের সাথে সংযোগ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা সদরে পাবলিক লাইব্রেরীর সভাকক্ষে এ সংযোগ সভা অনুষ্ঠানে সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডার সভাপতিত্বে লিগ্যাল এইড সার্ভিস সম্পৃক্ত ধারনাপত্র উপস্থাপন, প্রকল্প বিষয়ক এবং আইনী সহযোগিতার সুযোগ গ্রহন, আইনি প্রক্রিয়া, স্থান ও ব্যক্তিদের সম্পর্কে জানা এবং আইন সহযোগী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেয় প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার। অংশগ্রহনকারীদের আইনি সহায়তা ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, প্রতিকার ও ক্ষেত্রসমূহ সম্পর্কে কথা বলেন অংশগ্রহনকারীগণ। অংশগ্রহনকারী ও উপস্থিতিদের এসকল সমস্যা সমাধানমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস।
Leave a Reply