মোদীর আগমনে ঈশ্বরীপুরে উৎসবের আমেজ


শ্যামনগর ব্যুরো :
বাংলাদেশের অন্যতম একটি স্মৃতিবহুল স্থানের নাম ঈশ্বরীপুর। একেবারেই অজপাড়া টি এখন সেজেছে নতুন রুপে। যেখানে একসময় রাজা-বাদশাদের পদচারণায় মুখরিত ছিল। সেটি এখন শুধু স্মৃতিই। এখানেই ছিল যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজধানী। প্রতাপাদিত্যের রাজধানীতে দীর্ঘকাল কোন নামি দামী মানুষের পদার্পণ ঘটেনি।
তবে হঠাৎ করেই এই এলাকাটি দেশের গন্ডি পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে । দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে কর্মাচঞ্চল হয়ে পড়েছে ঈশ্বরীপুর গ্রামটি। এই গ্রামে আগামী ২৭ মার্চ রাজার বেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির আগমনকে ঘিরে ঈশ্বরীপুরে এখন উৎসবের আমেজ। প্রতাপাদিত্যের রাজধানী ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে তিনি পূজায় অংশগ্রহণ করবেন । সনাতন ধর্মাবলম্বীদের কাছে ৫১ সতীপীঠের অন্যতম পবিত্র স্থান।
সুত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখানে নেওয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। বাংলাদেশ সরকারের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব সহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীলরা দাপিয়ে বেড়াচ্ছেন গোটা শ্যামনগরে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ঈশ্বরীপুরকে।
ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম সাহা জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরীপুর ধন্য। আমরা তার শুভ আগমনের প্রহর গুনছি। প্রতিদিন ঈশ্বরীপুরের আকাশে হেলিকপ্টার ওঠানামা করছে । বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈশ্বরীপুরে আসছেন এটি আমাদের গর্ব। ভারতীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত প্রতাপাদিত্যের ঈশ্বরীপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *