কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। (৬মার্চ শনিবার) বিকালে ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক তাপস কুমার পাল।অনুষ্ঠানে বক্তারা বলেন ইউনিয়ন আওয়ামিলীগের ৪জন চেয়ারম্যান প্রার্থী গনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করার প্রসঙ্গে আজকের এই বর্ধিত সভা। চেয়ারম্যান প্রার্থীরা হলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য শামছুদ্দিন আল মাছুদ বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, উপজেলা ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বিশ্বাস ও ৬নং ক্ষেত্রপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য জয়দেব সাহা। বক্তারা আরো বলেন প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কে সঠিক মনে করে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান করেন। সেই সাথে আরও বলেন কেন্দ্রের সিদ্ধান্ত কে উপেক্ষা করে কেও সতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করলে ইউনিয়ন আওয়ামিলীগ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুসিয়ারি দিয়েছেন। সভায় আরও যারা উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মাষ্টার মোতালেব খাঁ,মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার মোড়ল, আয়ামীলীগের নেতা ফিরোজ আহম্মদ রকসি,সাংবাদিক আব্দুর রহমান,ইউপি সদস্য রওশন আলী খাঁ,ইউপি সদস্য খালিদ হাসান টিটু প্রমুখ।
Leave a Reply