আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউপির চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল চৌধুরী, ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, আলমগীর হোসেন আঙ্গুর, ইব্রাহিম গাজী, নজরুল ইসলাম, উত্তম কুমার দাশ, আব্দুর রশীদ, বিশ্বনাথ সরকার, আনোয়ারা খাতুন, শামীমা সুলতানা, পারভীন সুলতানা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ একে অন্যের পরিপুরক, সমন্বয় সাধনের মাধ্যমে পরিষদ পরিচালনা করতে হবে। এসময় তিনি সকলকে নিয়মের মধ্যে থেকে সমন্বয় সাধনের মাধ্যমে পরিষদ পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply