কালিগঞ্জ (শহর) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে চোরাচালান প্রতিরোধে ও আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আনছার ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দুল্লাহ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, নলাতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজনুর রহমান গাইন, বাংলাদেশ বডার গার্ড বসন্তপুর বিওপির নায়েব সুবেদার মোঃ কাবুল হোসেন, ন্যায়েব সুবেদার মোঃ সোলাইমান, নায়েব সুবেদার আমির হোসেন, নায়েব সুবেদার রুহুল আমিন, সুবেদার আবুল হোসেন, সুবেদার আবু সাঈদ প্রমুখ। সভায় চোরাচালান প্রতিরোধে ও মাদকদ্রব্য বন্ধে আরো কঠোর ভূমিকা রাখা হবে। গ্রাম আদালত সক্রিয় করনে এলাকার জমি জায়গা সংক্রান্ত ও নারী নির্যাতন বিষয় নিয়ে বিরোধ মিমাংসা করতে হবে। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোট কাটো বিরোধ নিম্পত্তি করনে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
Leave a Reply