কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে পুলিশ ৯২ বোতল ফেনসিডিল সহ ওই দুইজনকে পৃথক স্থান থেকে আটক হয়। থানা সূত্রে জানায়, মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে কলারোয়া পুলিশ উপজেলার হিজলদীর ফকির পাড়া গ্রামের মৃত রবিউল ইসলাম মন্ডলের ছেলে কাউসার আলী মন্ডল (৩৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর এক অভিযানে কলারোয়া থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামের মমিন সানার ছেলে আয়জুল সানা (২৮) কে তার বাড়ী থেকে আটক করে। এসময় সে নিজ হাতে তার বাড়ীর মধ্যে থেকে ১৯ পিস ফেনসিডিল বের করে পুলিশের হাতে তুলে দেয়। এঘটনায় কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply