শ্যামনগর ব্যুরো: বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের যুগ্ম-সচিব এম, জালাল আহমেদ এর সাথে শ্যামনগর উপজেলার কৃষক-কৃষাণীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত ৮টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে খানপুর গ্যারেজ বাজার সংলগ্ন মাঠে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগী ৩ শতাধিক কৃষক-কৃষাণী মতবিনিময় সভায় উপস্থিত কৃষক-কৃষাণী তাদের পানি সমস্যা, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ পর্যাপ্ত বরাদ্দ, কৃষকদের প্রশিক্ষণ বাড়ানো, সেচ খাল ও পুকুর খনন, ড্রিপ টিউবওয়েল স্থাপন, ভর্তুকির আওতায় পাওয়ার টিলার বা আধুনিক মেশিন ও যন্ত্রপাতি অধিক বরাদ্দ পাওয়ার জন্য অনুরোধ জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন (পরিকল্পনা) উপ-পরিচালক কৃষিবিদ শেখ ফরিদ, খামার বাড়ীর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক রেহানা পারভীন সহ এলাকার জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দীন।
Leave a Reply