কলারোয়া খোরদো প্রতিনিধি আহসান উল্লাহঃ
কলারোয়া উপজেলার খোরদো হাই স্কুল মাঠে যুবকদের উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়। এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন এম হাসিবুর রহমান। যে সময়ে যুবকরা পড়ে আছে বিভিন্ন বিনোদন এ সেখানে খোরদো গ্রামের বেশ কিছু যুবক উদ্যোগ নেন কোরআন মাহফিল। যুব সমাজের এমন উদ্যোগ দেখে প্রশংসা করেন বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা। এমন কোরআন মাহফিলের উদ্যোক্তা খোরদো গ্রামের যুবসমাজ তাদের মধ্যে নয়ন, শাওন ও মেহেদি হাসান ইমন সহ স্থানীয় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অনেক ছাত্ররা। তাদের সাথে এমন মহান উদ্যোগ এর বিষয়ে কথা বলে জানা যায় ধর্ম একটি মহান অনুভূতির বিষয়। পৃথিবীর প্রতিটি মানুষ কোন কোন ধর্ম অনুসরণ করে। ধর্ম কখনো মানুষকে অন্যায়, অত্যাচার, মিথ্যাচার, অসদুপায় অবলম্বন শেখায় না। তাই এমন তাফসিরুল কোরআন মাহফিল যদি হয় তাহলে আজকের যুবসমাজ অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হবে না। তাদের দ্বারা সমাজ দেশ জাতির মঙ্গল হবে। তারা আরো বলেন যার ধর্ম তার কাছে প্রাণ এক ধর্ম আরেক ধর্মের উপর জুলুম করে না এবং আমরা সেটাকে সমর্থন করিও না।
Leave a Reply