আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নির্মাণ শিল্পীদের নিয়ে ইনসি সিমেন্টের আয়োজনে আলোচনা সভা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাপড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। জয়যাত্রা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও জামান এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা সাহেদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, রেদওয়ানুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার নির্মাণ শিল্পীদের মাঝে বিশ্ব বিখ্যাত ইনসি সিমেন্টের সুফল তুলে ধরে আলোচনা করেন, ইনসি সিমেন্টের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান। আলোচনা সভা শেষে র্যাফেল ড্র ও সাতক্ষীরার শিল্পকলা একাডেমীর কন্ঠ শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply