সাতক্ষীরা পৌরসভায় আবারও মেয়র হলেন চিশতী

নিজস্ব প্রতিনিধি : দুই একটি বিক্ষিপ্ত সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সাতক্ষীরা পৌর নির্বাচন। রোববার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে। ভোটাররা অবাধে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। রাত সোয়া সাতটায় গণনা শেষে ধানের শীষের প্রার্থী তাসকিন আহমেদ চিশতি ২৫ হাজার ০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। ১৩ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় স্তান পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক ।
আইন শৃংখলাবাহিনীর নিñিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকালে শহরের রসুলপুর কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে আহত হন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি । তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নবনূর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে আহত হন জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আহমেদ, আবদুস সালাম,ছাত্রলীগ নেতা মিন্টু ও সাইফুল। তাদেরকেও সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে চলছে গণনার কাজ। বেসরকারি ফলাফল অনুযায়ি তবে ৩৭টি কেন্দ্রে বিএনপি প্রার্থী তাসকিন আহম্মেদ চিশতি ২৫ হাজার ০৮, আওয়ামী লীগ মনোনীত শেখ নাসিরুল হক ১৩ হাজার ৫০, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু ১৩ হাজার ২২১টি, স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী নাজমুল হুদা দু’ হাজার ৮৮৮ ও ইসলামিক আন্দোলনের আব্দুর রউফ এক হাজার ৬৭৯ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর ভোট গণনা শেষে তাসকিন আহমেদ চিশতির জয়লাভ এর বিষয় টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *