শ্রীউলায় সাকিলের নির্বাচনী অফিস উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলায় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ পুইজালা বাজারে এ নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ এর সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন ও পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘ ১৮ বছর যাবত আপনাদের সেবায় নিয়োজিত থেকে ভাঙ্গন কবলিত এই জনপদেও মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে নিরলসভাবে কাজ করে চলেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের অনেক উন্নয়ন করেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানে নদীর বাঁধ ভেঙে ইউনিয়ন প্লাবিত হয়ে সকল উন্নয়ন মিলান হয়েগেছে। এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিবেন, তাকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সাংবাদিক এমএম সাহেব আলীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার মন্ডল, সমাজসেবক কালাম উজ্জামান, শিক্ষক বিকাশ কুমার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *