কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ সচেতন নাগরিক ফোরাম এর আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ( ফেব্রুয়ারী) বিকাল ৩টায় কালিগঞ্জ মাইক্রোবাস ষ্ট্যান্ডে কালিগঞ্জ সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এর সভাপতিতে এ শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোক সভায় প্রধান বক্তা ছিলেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, বিশিষ্ঠ সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আজিজ আহমেদ পুটু, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, সখিপুর খান বাজাদুর আহছানউল্লা কলেজের ক্রীড়া শিক্ষক শামছুল হুদা কবীর খোকন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য আশেক মেহেদী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের একমাত্র পুত্র তারেক মাহমুদ তন্ময় প্রমুখ। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিয়া পারভীন, ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, শিমুরেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি শেখা আনোয়ার হোসেন, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কুশুলিয়া ইউনিয়ন আওয়াশীলীগের সভাপতি কাজী আওফিল আরা সজল সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের নামে সামাদ স্মৃতি মাঠকে মিনি ষ্টেডিয়াম, কালিগঞ্জ বাস টার্মিনালটি সম্প্রসারন ও আধুনিকায়ন, বসন্তপুর নৌ-রুট পুণঃ চালু, আদী যমুনা নদী খনন, জলবদ্ধতা দূরীকরন, সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়ক সংস্কার সহ কালিগঞ্জে সার্বিক উন্নয়ন এর পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি প্রশাসনিক জবাবদিহিতা মূলক কার্যক্রম করতে সচেতন নাগরিক ফোরাম এর মাধ্যমে আগামীতে এলাকার উন্নয়নে সকল দাবী দাওয়া তুলে ধরা হবে।’ উল্লেখ্য ১৯৮২ সালের ৯ ফেব্রুয়ারী একদল দূর্ষকৃতকারী ঘতকরা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে নিমর্ম ভাবে হত্য করে। এবার তার ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নাগরিক শোক সভা পালিত হলো। ‘সভায় বক্তরা বলেন, কালিগজ্ঞকে আধুনিকিকরন করার জন্য প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া। ’ সভায় আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে একটি সুধি সমাবেশ করে কালিগজ্ঞ কে একটি মাস্টার প্লাণের মাধ্যমে কালিগজ্ঞ গড়ে তুলতে নাগরিক প্লাটফর্ম কে সাংগঠনিক কাঠামোর আওতায় নিয়ে আসার প্রস্তাব গ্রহণ করা হয়।
Leave a Reply