সাতক্ষীরা পৌর নির্বাচন উপলক্ষ্যে যেসব যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে ট্রাক, পিকআপ ও মোটর সাইকেল। এর মধ্যে ট্রাক ও পিকআপ চলাচলে ১৩ ফেব্রুয়ারী মধ্যরাত ১২ টা থেকে ১৪ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত এবং মোটর সাইকেল চলাচলে ১৩ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ১৫ ফেব্রুয়ারী সকাল ৬ টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, তাদের এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষক ( পরিচয়পত্র থাকতে হবে), সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মী ( পরিচয়পত্র থাকতে হবে), জরুরী সার্ভিস যেমন গ্যাস, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, এ্যম্বুলেন্স, টেলিযোগাযোগের ক্ষেত্রে উক্ত যানবহন চলাচলের আওতামুক্ত থাকবে। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বিষয়টি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply