দেবহাটা প্রতিনিধি: সদ্য প্রয়াত দেবহাটার কৃতি সন্তান, সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মুনসুর আহমেদের কবর জিয়ারত করেছেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। সোমবার বেলা ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত স্মরণসভা শেষে সকল জনপ্রতিনিধিরা জননেতা মুনসুর আহমেদের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। স্মরণসভায় জননেতা মুনসুর আহমেদের স্মৃতিচারণসহ তার স্মৃতি সংরক্ষনে স্থাপনা নির্মানের বিষয়ে প্রস্তাব দেন বক্তারা। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল আলীম, ফরহাদ হোসেন হীরা, সালাহউদ্দীন সারাফী, গোলাম ফারুক, সিরাজুল ইসলাম, ইয়ামিন মোড়ল, শেখ মোকাররম হোসেন, ইউপি সদস্য নুরবানু কাদেরী, নার্গিস পারভীন, হামিদা পারভীন, দফাদার নুরুল ইসলামসহ সকল জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply