সংবাদ বিজ্ঞপ্তি: ১৪ ফেব্রুয়ারি আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক কে সমর্থন দিয়েছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি ও পৌর কমিটি।
বৃহস্পতিবার বিকালে জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে জেলা কমিটির সভার সর্ব সম্মত সিদ্ধান্তের পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন জানানো হয় এবং নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা সভাপতি কমরেড মহিবুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, কমরেড সাবির হোসেন, কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল কুমার সরকার, কমরেড শীব পদ গাইন প্রমুখ।
Leave a Reply